আন্তর্জাতিক ডেস্ক : কিম জং উন। বেপরোয়া একনায়কতন্ত্রী। তার ভয়ে উত্তর কোরিয়ায় বাঘে-গরুতে একঘাটে পানি খায়। কখনো শারীরিক অসুস্থতা, অস্ত্রের প্রদর্শন, কখনো আবার হুকুম জারি- নানা কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন কিম।
এবার তার ব্যাপারে এক অবাক করা তথ্য প্রকাশ্যে এসেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমে। তারা জানিয়েছে, কিমের একটি পোর্টেবল টয়লেট বা বহনযোগ্য বাথরুম হয়েছে। তিনি যেখানেই যান, সেখানেই এটিকে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয় বাথরুমটি। কিন্তু, কেন?
সংবাদমাধ্যমটির দাবি, উত্তর কোরিয়ার শাসক চান না, তার মল কারো হাতে যাক। কিমের ভয়, মল-মূত্র থেকে তার শরীরিক অবস্থার খুঁটিনাটি জানা সম্ভব। সেই সম্ভাবনা শেষ করতেই মল-মূত্র ‘লুকিয়ে’ রাখতে তত্পর কিম। তা নিশ্চিত করতেই পোর্টেবল টয়লেটটি বয়ে বেড়ান কিম। ২০১৮ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। তখনো টয়লেটটি নিয়ে যাওয়া হয়েছিল।
নিরাপত্তারক্ষীরা সবসময় সেটিকে ঘিরে রাখেন। কিম ছাড়া অন্য কেউ বাথরুমটি ব্যবহার করলে বা ব্যবহারের চেষ্টা করলে তাকে মৃত্যদণ্ড দেয়া হয়।
ওই রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে একটি বুলেটপ্রুফ মার্সিডিজ চড়েন কিম। সেখানে সুরক্ষিতভাবে মল-মুত্র রাখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
কিন্তু, এই নিয়ে কেন এত ঢাকঢাক-গুরগুর? তথ্যভিজ্ঞ মহলের মতে, কিমের ওজন অত্যাধিক বেশি। এর ফলে যেকোনো সময় তার হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশঙ্কা রয়েছে। এব্যাপারে তাকে বেশ কয়েকবার সতর্কও করেছেন চিকিত্সকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।