কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জে আজ (২৩ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উন্মোচন করা হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদের প্রবেশদ্বারে স্থাপিত মুর্যালটির উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, বীর মুক্তিযোদ্ধা আঃ গনি, বীর মুক্তিযোদ্ধা এছরারুল হক, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ এবং নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক।
এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নান্দনিক স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালটি। পথচারীদের নজর কাড়তে এটিকে সাজানো হয়েছে। দিনেও যেমন আগন্তক ও পথচারীদের নজর কাড়বে তেমনি রাতেও দূর থেকে বিভিন্ন রঙ্গের গার্ডেন লাইট ও স্টিক লাইটের আলোতে মুর্যালটি মানুষের চোখে নান্দনিকভাবে ফুটে উঠবে। স্থাপনাটির তিন দিকে চলাফেরার জন্য দুই স্তরের চওড়া জায়গা রয়েছে।
মুর্যালটি জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনাকে জাগ্রত করার প্রতীক। বিশেষ দিনগুলোতে জাতির পিতার এ ম্যুরালটিতে শ্রদ্ধা জানাতে ফুল দেয়ার জন্য এর সামনে রাখা হয়েছে বেদি। যার পাদদেশে খুব সহসাই সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।