
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে নতুন করে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
সোমবার রাতে পাওয়া প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত জেলায় ৯৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৮ জন এবং সুস্থ হয়েছেন ৩১৪ জন।
নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলার দুজন, করিমগঞ্জের চারজন, কুলিয়ারচরের তিনজন, ভৈরবের ২৩ জন ও বাজিতপুর উপজেলায় একজন রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘মোট ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করে নতুন ৩৩ জনের করোনা পজেটিভ ও ৫৭ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন পজেটিভ চারজনের আবারও পজেটিভ এসেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।