জুমবাংলা ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও নিহত হারুন অর রশিদের ভাতিজা বোরহান উদ্দিনের ছেলে শাদ (১০)। তারা সবাই জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানান, জালিয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিদ্যুতের খুঁটি থেকে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের তার টানানো ওই বাঁশের খুঁটিতে শাদ তার বাই-সাইকেল রেখেছিল। দুপুর আড়াইটার দিকে শাদ বাই-সাইকেলটি আনতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় শাদকে বাঁচাতে বাবলু ও হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


