জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচরে শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাটের ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ সদরের জিনাত খান (৫০)।
জানা যায়, শুক্রবার ভোর ৪টায় সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী বিশাল পরিবহনের যাত্রীবাহী একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
এই ঘটনার উদ্ধার কাজ চলার সময়েই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিও খাদে পড়ে যায়।
সকাল সোয়া ১০টার দিকে একই স্থানে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভৈরব থেকে ছেড়ে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও লরি দুটিই ছিটকে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস ও লরিচালক ছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশা এবং পিচ্ছিল সড়কের কারণে এদুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।