Views: 392

অন্যরকম খবর

কিশোরীর বাথরুমে উঁকি দেয়ায় কারাগারে ব্যক্তি

রেস্টুরেন্টে ঢুকে বাথরুমে গিয়েছিল ১৫ বছরের এক কিশোরী। সেখানে তাকে উঁকি দিয়ে দেখায় এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ডানকানে এ ঘটনা ঘটেছে বলে ডয়চে ভেলে অনলাইন জানিয়েছে।

ডাগলাস লেন নামে ৫৩ বছর বয়সী ওই অভিযুক্তের বিরুদ্ধে মাদক সেবন, নগ্ন দেহ দেখতে অতি আগ্রহ দেখানোসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।


ডানকানের পুলিশ প্রধান কার্ল লং জানান, গত ২০ বছরে তিনি বেশ কয়েকবার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৷

এদিন ১৫ বছর বয়সি কিশোরীর বাথরুম ব্যবহারের সময় লেনকে নিচে বসে বাথরুমের দিকে উঁকি দিতে দেখা যায়।

কার্ল লং বলেন, ‘ঘটনার পর লেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। কিশোরীর বাবা-মা ছাড়াও অনেকেই তখন একটা সফটবল টুর্নামেন্ট উপলক্ষে সেখানে ছিলেন। সবাই তাড়া করে লেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’

কারাগারে গিয়ে মাথায় ব্যান্ডেজ এবং রক্তাক্ত নাক নিয়ে নিজের একটি ছবি তুলে প্রকাশ করেছেন লেন।

সোমবার আদালতে শুনানির সময় লেনের উকিল দাবি করেন, লেন জানতেনই না যে তিনি নারীদের বাথরুমে ঢুকে পড়েছেন।

তবে এক রাত কারাভোগের পর জামিনে মুক্তি পান লেন। নভেম্বরে আবার আদালতে হাজির হতে হবে তাকে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool