বিনোদন ডেস্ক: গত মাসেই দেশের প্রেক্ষাগৃহে মৃক্তি পায় শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। এরপরই গত ১২ মে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
দেশে শাহরুখের সিনেমা মুক্তির পর এবার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, রাঘব জুয়াল, শেহনাজ গিল, ভূমিকা চাওলা। এছাড়া এতে ক্যামিও রোলে দেখা যাবে আরআরআর তারকা রামচরণকে।
অন্যদিকে ‘কসাই’ সিনেমায় কাজ করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা আহমেদ, এলিনা শাম্মি, সায়েম সামাদ, তানজিলা হকসহ আরও অনেকে।
‘হিংস্রতাই নেশা’ স্লোগানে ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এর গল্প প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘নানা প্রলোভনে বিদেশে নিয়ে যাওয়ার যে চক্র, সেটিকে কেন্দ্র করে ছবিটির গল্প।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।