সম্প্রতি অ্যাপল তাদের স্মার্টওয়াচে আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে। এখন অ্যাপল ওয়াচের সাহায্যে নিজের আইফোন আপনি কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে এ স্মার্টওয়াচ WatchOS 9.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হচ্ছে। জুমবাংলার পাঠকদের কাছে আজ তুলে ধরা হবে কীভাবে আপনি স্মার্টওয়াচের সাহায্যে আপনার অ্যাপল ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।
অ্যাপলের আইফোনে iOS 16 সিস্টেম এ নতুন আপডেট রিলিজ পেয়েছে। এ আপডেটে অ্যাপল অফিশিয়ালি ঘোষণা দিয়েছে যে, অ্যাপলেন স্মার্টওয়াচের সাহায্যে আইফোন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আইফোন নিয়ন্ত্রণ করা ব্যতীত আরও বেশ কিছু ফিচার যোগ করেছে অ্যাপল। তবে এটিই সবথেকে আকর্ষণীয় ফিচার যা ব্যবহারকারীরা অনেকদিন ধরেই আশা করেছিল।
যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের কথা মাথায় রাখা হয়েছে এ আপডেট রিলিজ করার সময়। তাদের জন্য আইফোন এবং স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম ব্যবহার করা আগের থেকে আরও সহজ হবে।
স্মার্টওয়াচ এবং অ্যাপলার আইফোনে এ ফিচার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার অভিজ্ঞতা আগের থেকেও বেশি সমৃদ্ধ হয়। কোন কারনে আপনার আইফোনের স্ক্রিন যদি রেসপন্স না করে অথবা স্ক্রিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এ ফিচার উপকারে আসবে।
আইফোনের স্ক্রিন রেসপন্স না করলেও স্মার্ট ওয়াচ ডিভাইসের সাহায্যে আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সবার প্রথমে আপনাকে আইফোন এবং স্মার্টওয়াচের মধ্যে সংযোগ করাতে হবে। ব্লুটুথ এর মাধ্যমে আপনি এটি করতে পারেন।
দ্বিতীয় ধাপে আপনি নিশ্চিত করুন যে স্মার্টওয়াচ এবং আইফোনে লেটেস্ট আপডেট ইনস্টল করা হয়েছে। এরপর অ্যাপল ওয়াচের সেটিং এ যান। সেখান থেকে Accessibility অপশনে ট্যাপ করুন।
পরবর্তী ধাপে কন্ট্রোল নিয়ার বাই ডিভাইস অপশনটি নির্বাচিত করুন। এরপর লিস্টে আপনি আইফোন অপশনটি দেখতে পারবেন। সেখানে নোটিফিকেশন সেন্টার, কন্ট্রোল সেন্টার সহ আরো অনেক অপশন দেখতে পারবেন।
আপনি অ্যাপল ডিভাইসে ভয়েস কমান্ড দিয়েও বিভিন্ন ফিচার চালু করতে পারবেন। যদি কোন কারণে আইফোন থেকে আপনি দূরে থাকেন তবুও স্মার্টওয়াচর সাহায্যে মোবাইলের বিভিন্ন ফিচার ওপেন করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।