উইন্ডোজ পিসিতে আপনি অনেক উপায়ে জুম করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার যা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। আজ জুম করার সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
বিভিন্ন দরকারে ফটো, ভিডিও, ওয়েব পেজ এর কন্টেন্ট আমাদের জুম ইন এবং জুম আউট করতে হয়। আপনি যখন উইন্ডোজ ইনস্টল করেন তার সাথেই ম্যাগনিফায়ার অ্যাপ অটো ইন্সটল হয়ে যায়।
উইন্ডোজের ম্যাগনিফায়ার অ্যাপ দিয়ে আপনি সহজে জুম করতে পারবেন। এর ফলে মেনু আইটেম সহ বিভিন্ন কনটেন্ট আপনি জুম করে দেখতে পারবেন।
তবে সর্বপ্রথম আপনাকে ম্যাগনিফায়ার অ্যাপটি উইন্ডোজ স্টার্ট মেনু থেকে ওপেন করতে হবে। সার্চবারে টাইপ করে আপনি সহজেই এটি খুঁজে পেতে পারেন।
স্ক্রিন এবং ডিসপ্লের মধ্যে মেনু এবং কনটেন্ট সহজে জুম করার জন্য এই অ্যাপটি সবথেকে উপযুক্ত। জুম করার পরে আপনি মাউস দিয়ে নেভিগেট করতে পারবেন এবং পছন্দের মেনুতে প্রবেশ করতে পারবেন।
জুম করার পর আপনার কাজ শেষ হলে আবার জুম আউট করতে পারবেন। ম্যাগনিফায়ার অ্যাপ থেকে বের হয়ে গেলে জুম আউট হয়ে গেলে অটো ডেফল্ট অবস্থানে চলে আসবে।
যখন আপনি ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন সাইটে প্রবেশ করবেন ওই সময় ওই নির্দিষ্ট ব্রাউজারে জুম করার ফিচার থাকে। সাধারণত প্রত্যেক ব্রাউজারে জুম ইন এবং আউট করার অপশন থেকে থাকে।
কী-বোর্ডের কন্ট্রোল এবং প্লাস বাটন একসাথে চেপে ধরলে ব্রাউজারটি জুম হবে। এতে করে ব্রাউজারের মধ্যে সব কন্টেন্ট বড় হয়ে দেখা দিবে। আবার কন্ট্রোল এবং মাইনাস বাটন একসাথে প্রেস করলে জুম আউট হবে। তখন সব কনটেন্ট ছোট হয়ে আসবে।
আপনি যদি কোন ফটো ছোট বা বড় করতে চান তাহলে উইন্ডোজের Photos নামে যে নির্দিষ্ট অ্যাপ আছে সেটাতে আপনি খুব সহজে জুমের কাজ করতে পারবেন।
আপনি যদি ভিডিও এর কোন নির্দিষ্ট অংশ জুম করতে চান তাহলে ভিএলসি মিডিয়া প্লেয়ার এর মাধ্যমে সহজ করতে পারবেন। ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করার পর Tools ফাংশনে প্রেস করুন। এখানে Interactive Zoom ফিচার চালু করে নিন।
এ আর্টিকেলে জুমের যতটি পদ্ধতির কথা বলা হয়েছে সব কয়টি ফ্রি। এখানে আপনার কোন অর্থ খরচ হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।