পুরো বিশ্বে আইফোন নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আইফোন ১৫ সিরিজের চারটি স্মার্টফোন বাজারে নিয়ে আসলো টেক জায়ান্ট অ্যাপল। কোন সন্দেহ নেই যে, এই স্মার্টফোনের মূল আকর্ষণ হচ্ছে টাইপ-সি চার্জার সিস্টেম এর ফিচার নিয়ে আসা। প্রযুক্তিবিদরা এটিকে উল্লেখযোগ্য ফিচার বলে আখ্যায়িত করেছেন।
বর্তমানে নতুন আইফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ মাতামাতি হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ১১:০০ টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের স্মার্টফোন উন্মোচন করা হয়।
টেক জায়ান্ট অ্যাপল জানায় যে, ছয়টি ভিন্ন কালারের ভেরিয়ান্টে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। পাশাপাশি রয়েছে চারটি ভিন্ন মডেল। এগুলো হচ্ছে আইফোন ১৫ স্ট্যান্ডার্ড, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল।
প্রথমবারের মতো গোলাপি রঙের ভেরিয়েন্টের মোবাইলটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফিচার দেওয়া হচ্ছে। স্ট্যান্ডার্ড ভার্সনেই আপনি এ ফিচার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ১২৮ জিবি স্টোরেজের ফিচার তো আছেই।
এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি এবং ভিডিও আগের থেকে অনেক বেশি স্পষ্ট হবে। ৬.৭ ইঞ্চি সাইজের স্মার্টফোন ব্যবহার করার সুযোগ রয়েছে। অনন্য ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীদের দিবে স্মার্ট লুক।
ইউরোপীয় নীতিমালা মেনে লাইটেনিং পোর্ট থেকে টাইপ-সি পোর্ট সিস্টেমে সরে এসেছে অ্যাপল। অনেক দিন ধরে ব্যবহারকারীদের এ দাবি পূরণ করা হয়েছে। তাছাড়া বেশ কিছু পরিবেশবান্ধব পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তাছাড়া নতুন সিরিজে আপনি অনন্য গেমিং অভিজ্ঞতা পেতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।