আন্তর্জাতিক ডেস্ক: কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে পা মচকে গেছে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি।
রবিবার বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কন্নর এক বিবৃতিতে জানান, গত শনিবার বাইডেন তার কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পান। এখন হাঁটার জন্য তার আলাদা জুতা লাগতে পারে। খবর সিএনএনের
ডা. কেভিন ও’কন্নর বলেন, প্রাথমিক এক্সরেতে বাইডেনের পায়ে কোনো চির পাওয়া যায়নি। পরে সিটি স্ক্যানে হালকা চির পাওয়া যায়।
এর আগে রোববার বাইডেনের অফিস এক ঘোষণায় জানায়, পায়ে আঘাত পেয়ে বাইডেন একজন অর্থোপেডিক্স চিকিৎসক দেখাতে যাচ্ছেন।
জো বাইডেনের দুটি পোষা কুকুরই জার্মান শেফার্ড। গত ২০১৮ সালে একটি কুকুর কেনেন তিনি। অপরটি কেনেন ২০০৮ সালে।
আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের। এর আগেই এলো এই দুঃসংবাদ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool