বিনোদন ডেস্ক : সেদিন সকালে শ্যুটিং ফ্লোরে যখন নায়ক হাজির হন তখন প্রোডাকশন ব্যস্ত হয়ে ঘুরছে। কারণ হিন্দি সিনেমায় প্রথম অভিনয় করতে আসা কিংবদন্তি বক্সার মাইক টাইসনের জুতো পাওয়া যাচ্ছে না। তাঁর পায়ের সাইজ ১৪। সেই সাইজের জুতো কোথাও নেই।
হিরো বিজয় দেবরকোন্ডার পাও নেহাত ছোট নয়। জুতোর সাইজ ১০। কিন্তু টাইসনের পাশে কিছুই নয়। অগত্যা শুরু হয় রিহার্সাল। আর সেখানে একটি বক্সিং দৃশ্যের অভিনয়ের অনুশীলন করতে বিজয়ের সামনে আসেন টাইসন।
টাইসনও জানেন তিনি অভিনয় করছেন। তাই সেকথা মাথায় রেখে আলতো ছোঁয়াই দেন। তবে তা হয়তো না বুঝেই একটু জোরে হয়ে গিয়েছিল। তাতেই বিজয় দেবরকোন্ডার মাথা ভোঁভোঁ করতে শুরু করে। ওখানেই পড়ে যাওয়ার মত অবস্থা হয়।
বিজয় জানিয়েছেন, ওইদিন সারাদিন তাঁর মাথায় মাইগ্রেনের যন্ত্রণা হয়েছে। টাইসনের ছোঁয়াতেই তাঁর ওই দশা হয়। এমনই একটি অভিজ্ঞতা হয়েছে লিগার সিনেমার নায়িকা অনন্যা পাণ্ডের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।