কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত গাজীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০১৯-২০ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৬ সদস্যের এ কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ বাসার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন (পদার্থ বিভাগ) ও তানভীর আহমেদ (নৃবিজ্ঞান); যুগ্ম সাধারণ সম্পাদক ইফাত হোসেন রনি (সিএসই), মেহেদী হাসান (সিএসই), ইমরান হোসেন (বাংলা); সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম হৃদয় (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আফিফা হোসেন আনিকা (একাউন্টিং), জুনায়েদ হোসেন (একাউন্টিং), আল নাঈম (এমসিজে)।
এছাড়াও অর্থ সম্পাদক আল ফাহাদ (এমসিজে); দপ্তর সম্পাদক তানভীরুল সাকিব (ফিন্যান্স এন্ড ব্যাংকিং); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন (এমসিজে); শিক্ষা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মিতু (গনিত); সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসরাত জাহান বন্যা (ইংরেজি); নারী বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা (পদার্থ); প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাতিব হাসান মুরাদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)।
কার্যকরী সদস্যরা হলেন, হোসাইন মাহমুদ (অর্থনীতি), শীতল (ফিন্যান্স), মুক্তা (ফিন্যান্স), হৃদি মেহজাবিন (ফার্মেসি), আয়েশা সিদ্দিকা (ফার্মেসি), সুপ্তি (আইন), আমিনুল ইসলাম (মার্কেটিং), আনন্দ দেবনাথ (আইসিটি)।
উল্লেখ্য, কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।