জুমবাংলা ডেস্ক: শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। কারা উত্তীর্ণ হয়েছেন তা জানা যাবে মঙ্গলবার।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শেষ হয়।
ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির তথ্য অনুযায়ী, ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে ছিলেন প্রায় ৫৩ জন। বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে উপস্থিতির হার ৭০ শতাংশ।
এর আগে, শুক্রবার সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত ২০টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২১টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে অংশগ্রহণের হার ছিল ৬৫ শতাংশ এবং ‘বি’ ইউনিটের হার ছিল প্রায় ৭২ শতাংশ।
তিন ইউনিটে ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৬৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী মঙ্গলবার তিন ইউনিটের ফল ঘোষণা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।