Views: 169

Default ক্যাম্পাস রাজনীতি

কুবিতে শামিম-কামাল প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের প্যানেল নীল দলের শামিম-কামাল অংশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারা এই ইশতেহার প্রকাশ করে।

এ সময় চলমান কমিটির ১৮টি বাস্তবায়িত প্রতিশ্রুতি ও ২৮টি ইশতেহার ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য সরকারি সহায়তায় বিশেষায়িত ‘জয়-বাংলা স্কলারশিপ’ প্রবর্তনের বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও বিদ্যমান ‘বঙ্গবন্ধু স্কলারশিপ’ ও প্রধানমন্ত্রী স্কলারশিপে শিক্ষকদের সুযোগ সম্প্রসারণ, শিক্ষকদের জন্য বিদ্যমান ডরমিটরির প্রয়োজনীয় সংস্কার এবং নির্মাণাধীন ডরমিটরিরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ।

এছাড়াও, শিক্ষকদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ, কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণেরব কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের জন্য মাসিক গবেষণা ভাতা ও ইউজিসি কর্তৃক প্রদত্ত গবেষণা ভাতা ২ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়কে কুমিল্লা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা, পুর্ণাঙ্গ আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন, বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ও চট্টগ্রাম রোডে রবি এবং বৃহঃস্পতিবার কমিউনিটি বাস সার্ভিস চালুকরণ এবং শিক্ষার্থীদের আবাসন এ পরিবহণ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, ঢাকা ও চট্টগ্রাম মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণের জন্য প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ, ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে টিএসসি নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ, আধুনিক লাইব্রেরি স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ঢাকায় দৃষ্টিনন্দন ‘ধানমন্ডি টুইন টাওয়ার’

globalgeek

বড়লোক ব্যবসায়ীদের সুন্দরী মডেল ও অভিনেত্রী সরবরাহ করতেন অমি!

globalgeek

যে কারণে বাবা-মা-বোনকে হত্যা করে মেহজাবিন!

globalgeek

নির্মমভাবে মা-বাবা-বোনকে হত্যা করেন মেহজবিন!

globalgeek

খালেদা জিয়াকে বাসায় আনতে বাধ্য হয়েছি, বললেন চিকিৎসক

Shamim Reza

বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার

Saiful Islam