কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কতৃক আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে তৃতীয় ব্যাচ। আজ (১ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগটির প্রথম ও তৃতীয় ব্যাচের মধ্যে টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম থেকে নৈপুণ্য দেখাতে থাকে তৃতীয় ব্যাচ। তাদের সামনে প্রাচীর বাঁধে প্রথম ব্যাচের গোলরক্ষক মো. রুবেল হোসেন। উভয় দলের গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে তৃতীয় ব্যাচ। জয় যেন তাদের চাই-ই। আক্রমণভাগে তৃতীয় ব্যাচের রায়হান উদ্দিন, মাহফুজুর রহমান আরিফ, বিশ্বজিৎ সরকার, নূরে আলমদের নৈপুণ্যে দর্শকসাড়িতে উল্লাসের ঢেউ ভেঙে পড়ছে। তবে প্রথম ব্যাচের বিল্লাল হোসেন, মোহাইমিনদের প্রতিরক্ষা ভেদ করে সফলতার মুখ দেখতে পারছেন না তাঁরা। শেষ পর্যন্ত নৈপুণ্যের ফল পায় তৃতীয় ব্যাচ। খেলার বাকি আছে চার মিনিট। রেফারিও হয়তো খেলা ড্র হলে সময় বাড়ানোর কথা ভাবছে! ভাবনা থামিয়ে দেয় নূরে আলম। তাঁর পা থেকে রুবেলের তৈরী প্রাচীরভেদ করে বলটি। তৃতীয় ব্যাচ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এ ফলাফলেই খেলা শেষ হয়।
মাঠে থেকে খেলাটি উপভোগ করেছেন বিভাগটির সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, প্রভাষক অর্ণব বিশ্বাস, প্রভাষক আলি আহসান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চারটি ব্যাচের মধ্যে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।