জুমবাংলা ডেস্ক : কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার রাতের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯.৩০ এর দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষেভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস থাকা সত্বেও রাতে শহর থেকে শিক্ষার্থীদের ফেরার জন্য মাত্র তিনটি বাস দেওয়া হয়েছে। কিন্তু এ বাসগুলো শিক্ষার্থীদের তুলনায় খুবই অপ্রতুল। বাসে দাড়িয়েও আসা সম্ভব হয় না। অনেক সময় সিএনজিতে করে শহর থেকে আসতে হয়। আমরা রাতের বাস বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী টিউশনি, কেনাকাটাসহ নানা জরুরী কাজে কুমিল্লা শহরে যায়। যাদের আনেকেই আবাসিক হলগুলোতে এবং ক্যাম্পাসের পাশ্ববর্তী মেসগুলোতে থাকে। কিন্তু রাতে ফেরার সময় পোহাতে হয় বাসের সমস্যায়। যেখানে মাত্র তিনটি বাস দেয়া হয়েছে শহর থেকে ফেরার জন্য। তাই বাসগুলোতে দাড়িয়ে থাকার পরেও অনেকের যায়গা হয় না বাসে। তাই তাকে প্রায় ৪০-৫০ টাকা খরচ করে পৌঁছাতে হয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে রাতের বাস বৃদ্ধির দাবি জানালেও তা আলোর মুখ দেখে নাই। এমনকি মাঝে মাঝে এই তিনটি বাসের মধ্যেই দেখা যায় শিডিউল বিপর্যয়সহ নানা সমস্যা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সংবাদ শুনেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবী মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট। আগামী দুইদিন বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ। রোববার আমরা বাস বৃদ্ধির ব্যাপারে উপাচার্য স্যারের সাথে আলোচনা করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।