কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল হাকিম-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন- ২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর ড. আব্দুল হাকিম বলেন, প্রশাসন আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থান হয়ে উঠে। এ ক্ষেত্রে আমি শিক্ষার্থী থেকে শুরু করে সকলের সহযোগিতা চাই। আমার বসার স্থান প্রক্টর অফিস নয়, এটি হয়ে উঠবে শিক্ষার্থীদের সেবা প্রদানের জায়গা।
উল্লেখ্য, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টরের দায়িত্ব পালন করছিলেন । এ নিয়ে দ্বিতীয়বারের মত এ দায়িত্ব পালন করবেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel