কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কু্বি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (https://cou.ac.bd) এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে https://cou.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করতে হবে। এতে শিক্ষার্থীর সংশ্লিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড ও এইচ.এস.সি. রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। লগইন করে ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ছবির মাপ:
দৈর্ঘ্য*প্রস্থ= ৩০০*৩০০ পিক্সেল এবং এই ছবি ১০০ কেবির (কিলোবাইট) বেশি বাঞ্ছনীয় নয়। সাদাকালো ছবি গ্রহণযোগ্য নয়।
স্বাক্ষরের মাপ:
দৈর্ঘ্য*প্রস্থ= ৩০০*৮০ পিক্সেল এবং এই ছবি ৬০কেবির বেশি বাঞ্ছনীয় নয়।
ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে পুনরায় সংগ্রহের নিয়ম:
এক্ষেত্রে যেকোন টেলিটক অপারেটরের নাম্বার থেকে ১৬২২২ এ মেসেজ পাঠাতে হবে।
মেসেজ পাঠানোর নিয়ম:
COU<space>HELP<space>FIRST THREE LETTERS OF HSC BOARD NAME<space>HSC ROLL<space>HSC YEAR<space>UNIT
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ নভেম্বর। ওইদিন সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।