কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সেমিনার রুমে আয়োজিত এক বিতর্ক কর্মশালায় এ কমিটি ঘোষনা দেন হলের প্রাধ্যক্ষ মো: জিয়া উদ্দিন।
হলটির প্রভোস্ট মোঃ জিয়া উদ্দিন হলের জন্য ডিবেট ক্লাব গঠন প্রসঙ্গে বলেন- ”হলে সাধারণ আবাসন ও ডাইনিং সুবিধার মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সংস্কৃতি ও আত্মোন্নয়নমূলক কাজে ছাত্রদের যুক্ত করা প্রয়োজন। এ ধরণের কর্মকান্ডের অংশ হিসাবেই আমরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাব’র কার্যক্রম শুরু করেছি।”
হলটির আবাসিক শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক বলেন – “বিশ্ববিদ্যালয়ে হলগুলোর স্বতন্ত্র পরিচয় আছে। আর এ ধরণের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ কে জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এছাড়াও আমরা শীঘ্রই প্রথমবারের মতো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে পারবো বলে আশাবাদী।”
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি ১০ম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া। এছাড়া এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান ১০ম ব্যাচের এনামুল হক ও পরিসংখ্যান ১০ম ব্যাচের তাজ উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন নৃবিজ্ঞান ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান ও একই বিভাগের আবু বক্কর সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ধ্রুব চন্দ্র বিশ্বাস, পাঠাগার বিষয়ক সম্পাদক লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী নুরউদ্দীন হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ মনি, দপ্তর সম্পাদক মার্কেটিং ১২তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান, প্রচার সম্পাদক আইন ১২ তম ব্যাচের শিক্ষার্থী মীর মো. ইকবাল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাকিব আল হাসান, শাকিল আহমেদ, চন্দন রায় প্রমুখ।
প্রসঙ্গত, বিতর্ক কর্মশালায় বিতর্কের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন কুবি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি আদনান কবির সৈকত। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য তিনটি হলের প্রাধ্যক্ষগণ। এসময় নব গঠিত কমিটিকে সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মুক্তবুদ্ধি চর্চার আহ্বান জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।