কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুফের রোভারদের মধ্য থেকে নির্বাচিত ৩ জন রোভার “রোভার স্কাউট বেসিক কোর্স” অংশগ্রহন করেন । আজ সকাল ১০.০০ থেকে তাঁদের ক্যাম্পের উদ্বোধন এর মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী এই ক্যাম্পের যাত্রা শুরু হয়।
রোভারিং করার মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি এই দক্ষতাকে কাজে লাগানোর মধ্যে দিয়ে সমাজের মানুষের সেবা করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভারমেট মো আনোয়ার হোসাইন, রোভার নুর মোহাম্মদ মিলন এবং রোভার মো ফয়সাল হোসেন এই ক্যাম্পে অংশগ্রহন করেন।
এই সর্ম্পকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার গ্রুফের সিনিয়র রোভারমেট মো নাজমুল হাসান বলেন,’’ রোভারিং একটি আর্ন্তজাতিক সেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। তাই এই ধরণের ক্যাম্পে অংশগ্রহনের মধ্যে দিয়ে একজন রোভার আর্ন্তজাতিক মানের সেচ্ছাসেবক হিসেবে গড়ে উঠেন এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবা করার জন্য নিজেকে প্রস্তুত করে তোলেন।‘’
সর্বোপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট পরিবারের পক্ষ থেকে তাঁদের সফলতা ও সুন্দর সময় প্রত্যাশা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।