সন্দ্বীপ প্রতিনিধি: সাগরবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মানুষের যাতায়াত সহজ করতে আজ (১৯ জুন) থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিআইডব্লিউটিসি’র যাত্রীবাহী জাহাজ ‘এমভি আইভি রহমান’।
সকাল ৯ টায় জাহাজটি চট্রগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে আসে। এরপর দুপুর ১ টায় সন্দ্বীপ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে সীতাকুণ্ডের কুমিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।
গত ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটি উদ্বোধন করেন।
আজ আনুষ্ঠানিক যাত্রার সময় সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, বিআইডব্লিউটিসি’র প্রকল্প পরিচালক এস.এম মোতাহের হোসেন, প্রকৌশলী এস.এম আশিকুজ্জামান, ডিজিএম কমার্স মো. খালেদ নেওয়াজ, প্রকৌশলী আব্দুল হামিদ, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
যাত্রীরা জানান, সন্দ্বীপ থেকে রওয়ানা হয়ে মাত্র ৪৫ মিনিটে এটি কুমিরা পৌঁছায়। জাহাজটির অবকাঠামোগত সুবিধা থাকায় জাহাজ থেকে উঠা-নামায় অসুবিধা হয়নি।
জানা গেছে, ৫০০ যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক জাহাজটি সন্দ্বীপ চ্যানেলের উত্তাল ঢেউয়েও চলাচল করতে সক্ষম। প্রতিদিন সকাল ৯টায় জাহাজটি যাত্রী নিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে ছেড়ে যাবে এবং দুপুর ১টায় এটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে যাত্রী নিয়ে এটি গুপ্তছড়া ঘাটে ফিরে আসবে।
সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘এমভি আইভি রহমান জাহাজটি সন্দ্বীপবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার। এর আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে আশা করি দ্বীপবাসীর দুর্ভোগের অবসান ঘটবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।