কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার দুপুরে একটি চলন্ত বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকের বাবা, যাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার এলাকায়। নিহতরা হলেন অটোরিকশার চালক বাদল (১৫) এবং শাহআলম (৬৫)। বাদলের বাবা শফিকুর রহমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে একটি মালবাহী ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। শাহআলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাদল ও তার বাবাকে হাসপাতালে নিলে পথে বাদল মারা যান।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।