Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের আবুল হোসেন মেকারের স্ত্রী ছকিনা বেগম, কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী রেনু বেগম ও উজিরপুর ইউনিয়নের আবদুল্লাহ গ্রামের মৃত আনু মিয়ার ছেলে আবদুর রশিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।