জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বাসগৃহের তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আজ বেলা ১১টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন ও বাড়েরা ইউনিয়নে চলমান গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর।
পরিদর্শন শেষে তিনি বাসসকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হচ্ছে। আগামী ১ মাসের মধ্যে সব গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এখন পর্যন্ত প্রায় ঘর নির্মাণের কাজ ৬০ শতাংশ হয়েছে। বাকী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।