কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো জারিফ (২) ও নাবিলা (২), যাঁরা চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে শিশুরা বাড়ির উঠানে খেলছিল। স্বজনদের অজান্তে তারা বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে খোঁজাখুজি শুরু করলে পুকুরে ভাসতে থাকা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের চাচা সাকিব বলেন, “সকালে জারিফ ও নাবিলাকে উঠানে খেলতে দেখেছি। কিছুক্ষণ পর নেই দেখে খুঁজতে বের হই। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তারা মারা গেছে।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর জানতে পেরেছেন। তবে এ বিষয়ে পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



