জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার মুরাদনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বাসসকে বলেন,‘বঙ্গমাতা’ সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী এ স্লোগানকে সামনে রেখে মুরাদনগরে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিম জন্মবার্ষিকী উপলক্ষ ১০টি সেলাই মেশিন অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহমদ সিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আ: রব, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আফজালুর রহমান, ফ্যাসিলিটেটর কর্মকর্তা সোহেল রানা, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা সায়মা আক্তার, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।