জুমবাংলা ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে অপহরণের সাত দিন পর বিদেশ ফেরত যুবককে ঢাকার পোস্তগোলা সেতুর কাছ থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
উদ্ধারকৃত যুবক উপজেলার পোমকারা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. ইয়াছিন।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাখাওয়াত হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর সৌদি আবর থেকে বাড়িতে আসেন ইয়াছিন। গত ১২ সেপ্টেম্বর তার বন্ধু নজরুল ইসলাম সুমন তাকে ইতালি নেয়ার কথা বলে ভিসা প্রসেসিংয়ের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
তিনি আরও জানান, পুলিশের তৎপরতা জানতে পেরে অপহরণকারীরা বৃহস্পতিবার ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা সেতুর কাছে ইয়াছিনকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।
অপহরণকারীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।