Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী।
শনিবার (৮ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এ তথ্য জানান।
মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৮), নাঙ্গলকোটের মোতালেবের মেয়ে রেজিয়া বেগম (৬০), সদর দক্ষিণের সরাফত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৬৯) এবং লাকসামের কামরুজ্জামানের মেয়ে তাসলিমা বেগম (৪৯)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩১৫ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।