জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলার হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হোমনা উপজেলা কার্যালয়ের উদ্যোগে ১৭ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ২৭ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক যোবেদা আক্তার, হোমনা পৌর মেয়র এ্ড. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান প্রমুখ। পরে মুজিব বর্ষের উপহার হিসেবে ৩০ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।