জুমবাংলা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাইপাসে যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমাই উপজেলার লালমতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সজল, একই গ্রামের শাহিন এবং সানন্দা গ্রামের ছাদেক হোসেনের ছেলে কাজল।
হাইওয়ে পুলিশ কুমিল্লা ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়।
তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও এর চালক আমিনুল হককে আটক করেছে। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।