গোপাল হালদার, পটুয়াখালী: তিন দিনের ছুটিতে হাজার হাজার পর্যটকে মুখর হয়ে ওঠেছে কুয়াকাটা সমুদ্রসৈকত। সারাদেশ থেকে ছুটে এসেছে ভ্রমণপিপাসু মানুষ।
শুধু সমুদ্রসৈকতের জিরো পয়েন্টেই নয়, এখন শুঁটকি পল্লী, লেম্বুর চর, তিন নদীর মোহনা, ঝাউবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও রাখাইন মার্কেটেও পর্যটকদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যস্ত সময় পার করছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
পর্যটক তাছরিন আক্তর মৌ বলেন, এই প্রথম তিনি কুয়াকাটায় এসেছেন। ঢাকা থেকে সড়ক পথে মাত্র সাড়ে ৫ ঘন্টায় এখানে পৌঁছেছি। কি যে ভালো লাগছে তা বুঝাতে পারবনা।
ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনি আলগীর জানান, বিশ্ব ভালোবাসা দিবসে অন্যান্য দিনের তুলনায় পর্যটকের সমাগম একটু বেশি। সমুদ্র পথে দর্শনীয় স্থান ঘুরার জন্য তাদের ট্যুরিস্ট বোর্ডগুলা প্রস্তুত রেখেছেন।
সরজমিনে দেখা গেছে, পর্যটক-দর্শনার্থীদের আগমনের কারণে জিরো পয়েন্ট, বন বিভাগের জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকিপল্লি, মিশ্রীপাড়া বৌদ্ধমন্দির, রাখাইন মহিলা মার্কেটসহ সব জায়গায় ভিড়। এছাড়া খাবার হোটেল, চায়ের দোকান, শামুক-ঝিনুকের দোকানগুলোতে প্রচুর বিক্রি হচ্ছে। তবে সৈকতের পাড়ের ফুচকার দোকান ও বিভিন্ন প্রজাতির মাছের ফ্রাই বিক্রির দোকানগুলোতে বিক্রি বেশি।
এদিকে, পর্যটকের আগমনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পর্যটন পুলিশ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।
মহিপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের বলেন, তিন দিনের ছুটিতে পর্যটকের সেবায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পর্যটকদের ব্যাপক আগমনের কারণে কুয়াকাটা সৈকতসহ পার্শ্ববর্তী স্পটগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৈকতে গোসল করতে নেমে কেউ যাতে বিপদে না পড়ে, সে জন্য ওয়াটার বাইকসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।