জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
শনিবার রাত দেড়টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শামীম বিশ্বাস (২৫) দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই উপজেলার ইমরান হোসেন নামের এক কলেজছাত্র মারা যান।
শামীমের পিতা রফিকুল বলেন, শামীম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন্নাহার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শামীমকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শামীম শনিবার রাতে মারা যায়।
এর আগে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজন মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।