সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করে, ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
১৭ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, বুধবার কুষ্টিয়া জেলা শহরের বাবরআলী গেট চামড়াপট্টি এলাকায় “এপিক” নামক একটি নকল হোমিওপ্যাথিক ওষুধ কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমান নকল ও নিম্নমানের ওষুধ, লিফলেট, লেবেল সহ বিভিন্ন জাল কাগজপত্র ও সরাঞ্জমাদি জব্দ ও ধ্বংস করা হয়। ওষুধ আইন, ১৯৪০ অনুসারে কারখানা মালিক মোঃ তৌহিদুল ইসলাম কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, ড্রাগ সুপার, ও জুডিশিয়াল পেশকার সহায়তা করে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।