কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ‘‘কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির’’ সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। এ সময় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের সময়ে জরুরী সেবা ব্যতীত কুড়িগ্রাম জেলায় সকল ধরনের যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
উল্লেখ্য, কুড়িগ্রামে এখন পর্যন্ত ঢাকা ফেরত চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।