জুমবাংলা ডেস্ক : কুয়েতগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ)। বৃহস্পতিবার ( ৫ মার্চ) সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকল্পে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয় কুয়েতগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে আগামী শনিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে।
প্রসঙ্গত, সম্প্রতি কুয়েত সরকার দেশটিতে প্রবেশের শর্ত হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের চিকিৎসা সনদ সংগ্রহের নির্দেশনা দিয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মূলত এই ব্যবস্থা নিয়েছে কুয়েত।
সে শর্ত পূরণ করার জন্যস্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কুয়েতগামী যাত্রীদের পাসপোর্ট, বিমানের টিকিট এবং তার ফটোকপি আনতে হবে। যেসব যাত্রীর কুয়েত যাওয়ার তারিখ আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা আগে করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।