জুমবাংলা ডেস্ক : কুয়েতের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনার কারণে চাকরি হারিয়ে অনেক প্রবাসী দেশে ফেরত আসতে চাইলেও পারছেন না। এছাড়া বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন অনেকে।
বৈশ্বিক মহামারি করোনায় লণ্ডভণ্ড বিশ্বের বিভিন্ন দেশ। চলছে অর্থনৈতিক মন্দা। ব্যতিক্রম নয় কুয়েতও। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা থাকলেও নেই বেচাবিক্রি। এতে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। করোনায় বেকার হয়ে ঘরে বসে দিন পার করছেন অনেকে।
এমন পরিস্থিতিতে দেশ ফেরত আসতে চাইলেও কুয়েতের সাথে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে আসতে পারছেন না তারা। অন্যদিকে কর্মস্থলে ফিরে আসতে না পারায় চাকরি হারিয়েছেন বাংলাদেশে আটকে পড়া আনেক প্রবাসী।
এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালুর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাসীরা জানান, করোনার কারণে কুয়েত থেকে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ রয়েছে। এজন্য অনেকে বাংলাদেশে থাকা অনেক বাংলাদেশির চাকরি হারিয়েছেন। আবার অনেকে কুয়েত থেকে দেশে যেতে পারছে না। আমরা চাই, দু দেশের সমঝোতার মাধ্যমে আবারও বিমান চলাচল শুরু হোক।
কুয়েতে বর্তমানে সাড়ে ৩ লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এরমধ্যে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন প্রায় ১৪ হাজার বাংলাদেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।