Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে মার্চের পূর্বে আকামার মেয়াদোত্তীর্ণ হলে পুনরায় নবায়নে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ কুয়েতে যাদের আকামা ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে অথচ নবায়ন করা হয়নি তাদের জন্য আকামা নবায়নের সুযোগ আর থাকছে না।
দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, যাদের আকামা মার্চের আগে শেষ হয়ে গেছে, তারা বর্তমান চলমান সাধারণ ক্ষমা এর সুযোগ গ্রহণ করে ফের নতুন ভিসা নিয়ে কুয়েত প্রবেশ করতে পারেন।
সূত্র জানায়, এরই মধ্যে ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ আকামা সিস্টেমে ব্লক করা হয়েছে।
আরো জানানো হয়, মার্চের পূর্বে আকামা শেষ হওয়া প্রবাসীরা উপসাগরীয় দেশ গুলোতে কালোতালিকাভুক্ত এড়াতে তাদের জন্য একমাত্র বিকল্প চলমান সাধারণ ক্ষমার সুযোগে কুয়েত ছাড়তে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



