মঙ্গলবার (২৩ মার্চ) ওই ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে বদরগঞ্জ থানা পুলিশ।
আবুল ফজলের ছেলে আমিরুল ইসলামের প্রতিবেশী ওই মহিলার অভিযোগ, প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো আমিরুল ইসলাম। গত রোববার দুপুরে ঘরের পাশে কাজ করতে গেলে একা পেয়ে আমিরুল তাকে আবারও কু-প্রস্তাব দেয়। এদিন সে ক্ষিপ্ত হয়ে গালাগাল দিলে তাকে জোর করে নিজের ঘরের দিকে নিয়ে যায়। এসময় তার শাড়ি খুলে ফেলে এবং অন্যান্য কাপড় ছিঁড়ে ফেলে। চিৎকার শুনে ঘরে ঘুমিয়ে থাকা গৃহবধূর মেয়ে মাকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থা দেখে আমিরুল পালিয়ে গেলে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন ওই গৃহবধূ।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের থেকে বিষয়টি অবগত হয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থলে যান। তখন তিনি সময় সংবাদকে জানান, ওই গৃহবধূ সম্পর্কে আমিরুলের ভাবি। সামান্য বিষয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এসময় গৃহবধূর মেয়ে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। বিবস্ত্র করার কোনও ঘটনা জানা যায়নি। তবে আমিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে কোনও পক্ষ মামলা করেনি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।