বিনোদন ডেস্ক : অভিনেত্রী কৃতী স্যানন এর আরো এক প্রতিভা প্রকাশ পেল। মডেলিং থেকে কেরিয়ার শুরু। তারপর অভিনয়। অভিনয়ে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে ফেলেছেন অভিনেত্রী। বলিউডে পাকাপাকি জায়গাও বানিয়ে ফেলেছেন। কিন্তু এবার একদম এক নতুন প্রতিভা প্রকাশ পেল। সম্প্রতি একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন কৃতী স্যামন। সেখানে দেখা যাচ্ছে, গান গাইছেন অভিনেত্রী। এবং বেশ সুরেই গাইছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক অমর কৌশিক ও গোয়ার এক গায়ক বর্স বে র সঙ্গে বসে গান বাজনা করছেন। জনপ্রিয় ছবি জব উই মেট এর একটি গান গাইছেন তিন জনে। ভিডিওর ক্যাপশনে কৃতী লিখেছেন, “এ এক দারুণ রাত। আমার গানের সাথী অমর এবং গুণী বর্স এর সঙ্গে।” ভিডিওতে কৃতিকে ডেনিম শর্টস এর সঙ্গে একটি হলুদ টপ পরতে দেখা যাচ্ছে।
অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া ছবিতে অভিনয় করছেন কৃতী। কৃতী র বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে। ২০২২ এর নভেম্বরে এই ছবি মুক্তি পাবে। ছবির নিয়ে এখন ব্যস্ত পরিচালক থেকে অভিনেতারা।
প্রসঙ্গত, কৃতী অভিনয়ে আসার আগে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী ছিলেন। পড়ুয় হিসেবেও বেশ মেধাবী ছিলেন কৃতী। আর এবার তাঁর আরোও এক গান প্রকাশ্যে এলো। গানটা মন্দ করেন না তিনি। আজ কাল ছবি তে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক গান ও করছেন তারকারা। আলিয়া ভাট, সলমন খান থেকে পরিণীতি চোপড়া ইতিমধ্যেই প্লেব্যাক করেছেন। সুরের সামান্য ঘাটতি হলে প্রযুক্তিই ঠিক করে দিচ্ছে। এই ভিডিও দেখে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার কৃতীকে প্লেব্যাক গাইতে দেখা যাবে?
উল্লেখ্য, ২০২২ এ বেশ কিছু ছবি আছে কৃতীর হাতে। অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে বচ্চন পান্ডে ছবিতে। রামায়ণ মহাকাব্যের উপর তৈরি ছবি আদিপুরুষ এ অভিনয় করছেন কৃতী। সীতার চরিত্রে দেখা যাবে তাঁকে। অগাস্ট মাসে ছবিটি মুক্তি পাবে। এছাড়া ডিসেম্বরে মুক্তি পাবে বিকাশ বেহেল পরিচালিত গণপথ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।