চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে কৃষক মুহাম্মদ ইয়াকুবের পাতানো ফাঁদে আটকা পড়েছে এক মেছোবাঘ।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ফাঁদে আটকে থাকা বন্যপ্রাণীটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বাঘটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
কৃষক ইয়াকুব জানান, প্রতিদিন রাতে তার হাঁস-মুরগি খেয়ে ফেলতো মেছোবাঘটি। তাই সে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদেই ধরা পড়ে প্রাণীটি।
তিনি আরও জানান, এটির ওজন আনুমানিক ১৫ কেজি হতে পারে। স্থানীয়রা প্রাণীটির শরীরের গঠন ও আচরণ দেখে এটিকে মেছোবাঘ বলে সনাক্ত করেন।
নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি মেছোবাঘ বলেই ধারণা করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাণীটি হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, আহত না হলেও প্রাণীটির চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেছোবাঘটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।