নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরির চেষ্টাকালে নুরুল আলম আকন্দ (৭০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ জরিমানা করেন। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, বিনা অনুমতিতে কৃষি জমি পুকুরে রূপান্তর করার চেষ্টা করেন নুরুল আলম আকন্দ। পরে কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যক্তিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।