স্পোর্টস ডেস্ক : আগের দিন মুমিনুল ইসলাম ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলেন, উইকেটে টিকে থাকলে তামিম ইকবাল অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করবেন। সর্বশেষ ট্রিপল এসেছিল ২০০৭ সালের ২১ মার্চ। বরিশাল বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে অপরাজিত ৩১৩* রান করেছিলেন জাতীয় দল থেকে বহু আগেই বাদ পড়া রকিবুল হাসান। এতদিন এটাই ছিল বিসিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অবশেষে দ্বিতীয় ট্রিপল দেখল বাংলাদেশের ক্রিকেট। শুধু ট্রিপলই নয়, তামিম গড়েছেন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে রান কিংবা সেঞ্চুরির সংখ্যায় সবাইকে ছাড়িয়ে তামিম, এবার ঘরোয়া ক্রিকেটের রেকর্ডগুলোতেও ভাগ বসাতে শুরু করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইতিহাসের সর্বোচ্চ রান এটি। তামিমের এই নতুন রেকর্ড উদযাপন করা হবে না তা কি হয়? রীতিমতো কেক কেটে তামিমের ৪২৬ বলে ৪২ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে অপরাজিত ৩৩৪* রানের ইনিসটি উদযাপন করা হয়েছে।
কেকের ওপর ছিল বিসিবির লোগো আর তামিমের শট খেলার একটি ছবি। এরপর লেখা ছিল ‘আমরা তোমার অর্জন উদযাপন করছি, ৩৩৪ নট আউট’। ৯৩০ সালে হেডিংলিতে টেস্ট ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নেন এই সাবেক অজি কিংবদন্তি। তার ইনিংসটাও ছিল ঠিক ৩৩৪ রানের। ৫৮ বছর পর পেশোয়ার টেস্টে ব্র্যাডম্যানের সেই ইনিংসকে সম্মান জানিয়ে ৩৩৪ রানে অপরাজিত থেকে যান মার্ক টেলর। এবার তামিমও নাম লেখালেন সেই দলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।