লিফট দুর্ঘটনায় মাত্র চার বছর বয়সী পুত্রসন্তান হারালেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যশ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সহপরিচালক কীর্তন নাদাগৌড়া। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা পবন কল্যাণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্মাতা কীর্তন নাদাগৌড়ার ছেলের মর্মান্তিক মৃত্যু হৃদয়বিদারক। তার পরিবারের এই মর্মান্তিক ঘটনা আমাকে গভীরভাবে শোকাহত করছে।
তিনি আরও লিখেছেন, কীর্তন নাদাগৌড়া ও শ্রীমতি সমৃদ্ধি প্যাটেলের ছেলে চিরঞ্জীবী সোনার্শ কে নাদাগৌড়ার মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে দুঃখিত। লিফটে আটকা পড়ে মৃত্যু হয়েছে তার। প্রার্থনা করি, সর্বশক্তিমান যেন এই দম্পতিকে ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার সাহস দেন।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাদের পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।
প্রসঙ্গত, কীর্তন নাদাগৌড়া তেলেগু ও কন্নড় ভাষার সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক করেন। তিনি ‘কেজিএফ: চ্যাপটার ১’ ও ‘কেজিএফ: চ্যাপটার ২’, এবং প্রভাসের ‘সালার’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। গত মাসেই একক পরিচালক হিসেবে অভিষেকের ঘোষণা দিয়েছেন। মৈত্রী মুভি মেকার্স এবং প্রশান্ত নীল প্রযোজিত একটি ভৌতিক সিনেমা পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



