কেনো আইফোন থেকে Galaxy S23 Ultra অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট?

Samsung Galaxy S23 Ultra

সম্প্রতি স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৩ সিরিজের স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে। এবার নতুন স্মার্টফোনে অনেক পরিবর্তন আনা হয়েছে। উদাহরণ হিসেবে উন্নত সফটওয়্যার সিস্টেম, ক্যামেরা এবং ইউজার এক্সপেরিয়েন্স এর কথা বলা যায়।

Samsung Galaxy S23 Ultra

অনেক জায়গায় দাবি করা হচ্ছে যে, স্মার্টফোনের মার্কেটে বর্তমানে গ্রেট যে কয়টি হ্যান্ডসেট রয়েছে তার মধ্যে Samsung Galaxy S23 Ultra একটি। এনার্জির অপচয় রোধে আইফোন থেকে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি দুর্দান্ত পারফর্ম করেছে।

এবার স্যামসাং তাদের স্মার্টফোনে একটি দুর্দান্ত এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে। ফোনটির টেকসই ব্যাটারি লাইফ প্রশংসার দাবি রাখে। সফটওয়্যার অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক উন্নতি আনা হয়েছে।

স্যামসাং এর মোবাইলের স্ক্রিনটি এম ইলেভেন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়েছে। অন্যদিকে আইফোন ১৪ প্রো ম্যাক্স হ্যান্ডসেটের স্ক্রিন নির্মিত হয়েছে এম টুয়েলভ ম্যাটেরিয়াল দ্বারা।

ইলেকট্রন মবিলিটি এবং স্টেবিলিটি এর কথা চিন্তা করলে এম টুয়েলভ ম্যাটেরিয়ালকে এম ইলেভেনের তুলনায় উন্নত ধরা হয়। এম টুয়েলভ ম্যাটেরিয়াল দ্বারা ডিসপ্লে নির্মাণ করলে তা বেটার ইমেজ কোয়ালিটি প্রদান করে এবং পাওয়ার এফসিয়েন্ট হয়ে থাকে বলে বিবেচনা করা হয়। কিন্তু স্যামসাং এম ইলেভেন ম্যাটেরিয়াল ব্যবহার করে যে আউটপুট আনতে সক্ষম হয়েছে তা অবাক করার বিষয় বটে।

একটি গবেষণায় দেখা যায় যে, উৎপাদনের পদ্ধতি ভিন্ন হলেও আইফোনের থেকে স্যামসাং এর ডিসপ্লে অনেক কম এনার্জি অপচয় করে। পাশাপাশি দুটি স্মার্টফোনের ব্রাইটনেস লেভেল একই রকম।

এসব ক্ষেত্রে Samsung এবার দুর্দান্ত কিছু করে দেখাতে সক্ষম হয়েছে। যদিও হার্ডওয়ারের দিক থেকে স্যামসাং খুব বেশি মেজর আপডেট আনতে পারেনি। তবে তাদের সফটওয়্যার অপটিমাইজেশন ব্যবহারকারীকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।