ইরাকি কুর্দিস্থানের রাজধানী বলা হয় Erbil কে। অনেকে একে Arbil বলেও উল্লেখ করেন। কুর্দিদের যত এলাকা আছে তার মধ্যে এই শহরটি অনেক জনবহুল। এ শহরটি ইরাকের উত্তর দিকে অবস্থিত।
ইরাকের উত্তরের দিকে অবস্থিত এর শহরটি ইতিহাসের পাতায় স্থান করেছে। ঐতিহাসিক শহর হিসেবে এটির অনেক খ্যাতি রয়েছে। আজ থেকে ছয় হাজার বছর আগে এ অঞ্চলে মানুষের বসবাস শুরু হয়।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে। এ শহরে বর্তমানে ৮ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ বাস করে। এ অঞ্চল অনেক সাম্রাজ্যের শাসন দেখেছে। প্রত্যেক সাম্রাজ্য নিজেদের নির্দশন এ শহরে রেখে গেছে।
সুমেরিয়ান সাম্রাজ্য, আসেরিয়ান সাম্রাজ্য, ব্যাবেলিয়ন সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, গ্রিক রাজ্য, অটোমান সাম্রাজ্য এবং আরবদের দ্বারা এই অঞ্চল শাসিত হয়েছে। এ শহরকে কেন্দ্র করে আলেকজান্ডার দ্য গ্রেট এবং পারস্য সাম্রাজ্যের বিখ্যাত রাজা তৃতীয় দারিয়ুসের সাথে যুদ্ধ লেগে যায়।
ওই যুদ্ধে পারস্যের রাজা তৃতীয় দারিয়ুসকে আলেকজান্ডার দ্য গ্রেট সফলভাবে পরাজিত করতে সক্ষম হয়। এ যুদ্ধকে বলা হয় ব্যাটেল অফ এরবিল। পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা এ অঞ্চলে ঘুরতে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।