কেনো ফুটবলে ৪-৪-২ ফরমেশন বেশি গুরুত্বপূর্ণ?

৪-৪-২ ফরমেশন

ফুটবলে ৪-৪-২ ফরমেশন বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ফরমেশন। ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের অনেক ম্যাচে  এ ফরমেশন ব্যবহার করা হয়ে থাকে। এ ফরমেশনের সুবিধা-অসুবিধা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে কেন এটি কার্যকরী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

৪-৪-২ ফরমেশন

বর্তমান সময়ে ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ম্যাচে উইং সিস্টেমে সুবিধা পাওয়া যায় বলে ৪-৩-৩  ফর্মেশন সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে আর্জেন্টিনার কোচ স্কালোনি অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচে তারা দলকে ৪-৪-২ ফর্মেশন এ খেলিয়েছেন।

এই ফরমেশনের সবথেকে বড় সুবিধা হল মাঝ-মাঠে বল নিজেদের পায়ে অধিকাংশ সময় ধরে রাখা যায়। ফুটবলে মাঝ মাঠে বলের দখল রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার যে তিনজন মাঝ মাঠে খেলেছেন তারা সবাই বেশি দক্ষ ও অভিজ্ঞ।

আর তাদের লুকা মদ্রিচ তারকা মিডফিল্ডারদের একজন। স্কালোনি তাই একজন মিডফিল্ডার বাড়তি খেলিয়েছেন যেন মাঝ মাঠে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের থেকে ভালো সুবিধা পেতে পারে।

বলতেই হবে যে স্কালোনির এ কৌশল কাজে লেগেছে। স্কালোনির অতিরিক্ত একজন খেলায়াড় মাঝমাঠে খেলানোর কারণে আর্জেন্টিনা বল পাওয়ার সাথে সাথে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পেরেছে।

এ ফরমেশনের আরেকটি সুবিধা হচ্ছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক একই সাথে ওভারল্যাপ করে উইঙ্গার হিসেবে খেলতে পারে। এর ফলে উইং সিস্টেম থেকে আক্রমণের সুযোগ বৃদ্ধি পায়।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা একই ফর্মেশন নিয়ে খেলেছিল। ওই ম্যাচ এ ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয় করে নেয়।

তবে এ ফরমেশনের কিছু অসুবিধা আছে। দুই ফুল ব্যাক যখন আক্রমণ করার জন্য সামনে চলে যাবে ঠিক ওই সময়ে প্রতিপক্ষের খেলোয়াড়রা বল পেয়ে গেলে দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে সামনে গেলে ডিফেন্সে অসুবিধার সৃষ্টি হবে।

কেননা ঐ সময়ে শুধু দুইজন সেন্টার ব্যাক বাদে আক্রমণ ঠেকানোর জন্য আর তেমন কেউ থাকবে না। তবে আর্জেন্টিনার কোচ স্কালোনি এ ফরমেশনের মাধ্যমে ভালো সুবিধা পাওয়ায় ৪-৪-২ এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।