লাল-সবুজের জার্সিতে সাকিব আল হাসান সবশেষ মাঠে নেমেছেন ২০২৪ সালে। ওই বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন তিনি। এরপর রাজনৈতিক কারণে আর দলের হয়ে খেলা হয়নি তার, এমনকি দেশে ফিরতেও পারেননি।
তবে শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভা শেষে জানা গেছে, জাতীয় দলে আবারও ফিরছেন সাকিব। এমনকি তাকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বোর্ড।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পরে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’
আসিফ আকবর আরও বলেন, ‘বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্ট যখন করা হয়, তখন একজন পরিচালক… সাকিব দেশ থেকে অবসরে যেতে চায়, সাকিবের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের- সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি, তার ফিটনেস ঠিক থাকলে (আমরা বিবেচনা করব)।’
‘এখন যদি সরকার কিছু করতে চায়, তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত। সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে (ক্রিকেট বোর্ড)। সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কী এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে (ভাবছি)।’
আসিফ আকবর সাংবাদিকের জানান, ‘সাকিব খেলবে এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাকিবের সঙ্গে আপনাদেরও যোগাযোগ হয় যেহেতু রিপোর্টিং করেন। আপনারা চাইলে সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন। সাকিবের সঙ্গে গত কয়েকদিন আমাদের আলোচনা হয়েছে। বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব আগ্রহ বোধ করাতে আমরা ভাবলাম আলোচনা হওয়া উচিত। প্লেয়ার সাকিবকে সম্মান দিতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


