নিজস্ব প্রতিবেদক : দেশীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কিংবা পর্ষদের বিভিন্ন কমিটির সভা শতভাগ সশরীরে করার নির্দেশনা দিয়ে গত ১৮ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
কিন্তু এই নির্দেশনা লঙ্ঘন করে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পর্ষদ সভায় বসেছে এনআরবি ব্যাংকের পরিচালকরা।
এতে সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)।
জানা গেছে, এনআরবি চেয়ারম্যানের নামে দেশে হত্যা মামলা থাকায় বাংলাদেশে আসতে পারছেন না। গত ২৮ আগস্ট মাহতাবুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে যার নম্বর ২৮। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ইমন হোসেন গাজীর ভাই আনোয়ার হোসেন গাজী মামলাটি দায়ের করেন।
এই মামলায় এনআরবি চেয়ারম্যানের বিরুদ্ধে ইমন হত্যায় পরোক্ষ প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।
এখন থেকে দেশিয় মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকের পর্ষদ সভা সশরীরে করার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোতে পাঠিয়েছিল। এতে বলা হয়েছিল, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ‘হাইব্রিড’ পদ্ধতির মিটিং করার নির্দেশা দিয়েছিল, এখন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসায় এ নির্দেশনা বাতিল করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, বিআরপিডি’র প্রজ্ঞাপন অনুযায়ী পরিচালনা পর্ষদের সকল সভা সশরীরে উপস্থিত হয়ে করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে কিভাবে ভার্চ্যুয়ালি পর্ষদ সভা হচ্ছে- সে বিষয়ে জানতে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানকে ফোন দিলে তিনি কেটে দেন। এরপর তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেন নি।
এ বিষয়ে বক্তব্যের জন্য ব্যাংকটির কোম্পানি সেক্রেটারি রেজাউল করিমকে কয়েক বার ফোন করা হলে তিনি কেটে দেন। মিটিংয়ে আছেন এমন ক্ষুদে বার্তা পাঠান তিনি।
প্রতিবেদকের পক্ষ থেকে পর্ষদ সভার বিষয়ে জানার জন্য ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেন নি।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা লেফটেন্যান্ট তানজিমের বাবা-মা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।