স্পোর্টস ডেস্ক: বিয়ের পরই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ডাক পান সৌম্য সরকার। এর পর টি-টোয়েন্টি সিরিজের দলেও থেকে যান তিনি। কিন্তু এর মধ্যেই আরেকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত সেই তালিকা ঘোষণার একদিন পর যুক্ত হলেন তিনি।
দেশের ক্রিকেটে তারার মতোই আবির্ভাব ঘটে সৌম্যর। শুরু থেকেই আলোচনায় তিনি। মাঝে ব্যাটিং খারাপ করলেও বোলিং দিয়ে পুষিয়ে দেন এ ব্যাটিং অলরাউন্ডার। সার্বিক বিচারে ২০২০ সালের বিসিবির চুক্তিতে ছিলেন তিনি। কিন্তু নির্বাচকদের ভুলের কারণে সেই খাতায় নাম ওঠেনি তার! ফলে তাকে ছাড়া চুক্তিভুক্ত ১৬ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে বোর্ড।
এতে সমালোচনার ঝড় ওঠে। যার রোশানলে পড়ে সেই ভুল সংশোধন করে নতুন তালিকা প্রকাশ করেছে বিসিবি। তাতে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য। এ নিয়ে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। সেই সঙ্গে দুই বছর পর আবার বোর্ডের চুক্তিতে ফিরলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।